চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ পাঁচ বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। 'ডন' শিরোনামের ওই নাটকে নিপুণের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জাহিদ হাসান।
ইমরান হাওলাদারের পরিচালনায় মেগা ধারাবাহিকটি রচনা করছেন মামুনুর রশীদ। প্রযোজনা করবে জাহিদ হাসানের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজোয়াল।
নিপুণ বলেন, থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। এ ধরণের গল্প আমাদের দর্শকরা খুব কম নাটকে দেখতে পান।
আগামী ২২ তারিখ থেকে 'ডন' নাটকের নির্মাণ কাজ শুরু হবে নেপালে। ২০ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশে উড়াল দেবেন নিপুণ। 'ডন' নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টিভিতে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা