'একটাই জীবন, একটাই লক্ষ্য, একটাই মিশন'-এটাই কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের নতুন ছবির মূল সুর। ছবির নামও 'একটাই' (ওয়ান)। এই 'ওয়ান' ছবিটির জন্য একাধিক গুণীজনের প্রশংসা পাচ্ছেন প্রসেনজিৎ। এর আগে ছবিটি নিয়ে টুইট করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
এবার বলিউড অভিনেতা আমির খানও ছবিটির প্রশংসা করেছেন। ছবির সব কলাকুশলীর জন্য ভালোবাসা-শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে আমির লিখেছেন, প্রসেনজিৎ, ট্রেলারটি অনেক ভালো লেগেছে। পুরো টিমের জন্য শুভকামনা। ভালোবাসা রইল।
'ওয়ান' এর ট্রেলার মুক্তি পেয়েছে ৩ মার্চ। ছবিটিতে প্রসেনজিৎ রয়েছেন খল চরিত্রে। ছবিতে নায়কের ভূমিকায় আছেন কলকাতার উঠতি অভিনেতা যশ দাসগুপ্ত। যশের নায়িকার ভূমিকায় আছেন নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৪ এপ্রিল।
বিডি প্রতিদিন/১০ মার্চ, ২০১৭/ফারজানা