'পিকে' ছবিতে শার্টের সঙ্গে স্কার্ট পরে দিব্যি দাপিয়ে বেড়াত দেখা গেছে আমির খানকে। সেই স্কার্ট নাকি দিয়েছিলেন 'ফিল্লোরি' ছবির শশী, মানে আনুশকা শর্মা।
গত মঙ্গলবার ৫২ বছরে পা দিলেন আমির খান। সেই উপলক্ষে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়ে মজার একটি ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী। ‘পিকে’ ছবির স্কার্ট পরা আমির খান। পাশে ‘ফিল্লোরি’ ছবির পাঞ্জাবি ভূত আনুশকা।
সেই সঙ্গে তিনি লিখলেন, ‘আমাদের ম্যাচিং স্কার্ট দেখছেন আপনারা? আমিই আমির খানকে উপহার দিয়েছিলাম! উপহারে মনে এল, হ্যাপি বার্থডে আমির খান।’
২৪ মার্চ মুক্তি পাবে ‘ফিল্লোরি’। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আনুশকা শর্মা। আর ছবিটির পরিচালক আনসাই লাল।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬