বাংলা নববর্ষের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন উপমহাদেশের সফল অভিনেতা নাসির উদ্দিন শাহ। একটি মঞ্চনাটকে অভিনয় করতেই তার এ সফর বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে নাটকটির আয়োজক ব্লুজ কমিউনিকেশন।
আর ঢাকায় ‘ইসমাত আপাকে নাম’ নাটকে অভিনয় করবেন এ গুণী অভিনেতা। এ নাটকে মঞ্চে তার সঙ্গে দেখা যাবে তার স্ত্রী বলিউড অভিনেত্রী রত্মা পাঠক শাহকেও এবং তাদের তিন সন্তানের মধ্যে একমাত্র কন্যা হিবা শাহকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মঞ্চায়িত হবে নাটকটি। টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহে।
মূলধারা ও ধ্রুপদীসহ বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের জন্য খ্যাত এ বর্ষীয়ান অভিনেতা। তিনি এরই মধ্যে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণ।
ঢাকায় তার ‘ইসমাত আপাকে নাম’ নাটকটি ঢাকায় স্পন্সর করছে সিটি ব্যাংক। টিকেট পাওয়া যাবে ব্যাংকের নির্ধারিত কিছু শাখায়।