ইটিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন ফারহানা নিশো। বুধবার সকালে তাকে চাকরিচ্যুত করা হয়। ফারহানা নিশোর চাকরিচ্যুতের এই খবরটি প্রকাশ হতেই নানারকম সমালোচনা শুরু হয়।
এবার সমালোচকের তালিকায় দিলেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি।
বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘মানুষ বড়, মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোনো মানুষের সাথে আমাদের ছবি এবং সেলফি থাকতে পারে। আমরা জানি না কে কি। আমার স্ত্রী (চিত্রনায়িকা মৌসুমী) একজন অভিনেত্রী, তার সাথেও ছবি থাকতে পারে। সে কিন্তু জানে না কে যৌনকর্মী কে ধর্ষণকারী কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর। আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণির ভক্ত থাকতে পারে। তাহলে একটা সেলফির কারণে ফারহানা নিশোর চাকরি যাবে কেন? এবং তার দোষ হবে কেন? খুব কাছ থেকে নিশোকে দেখেছি একুশে টিভির প্রতি তার টান।’