ভারতে বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যাচেলার ‘বাহুবলী’র প্রভাস। বেশিরভাগ মেয়েদেরই স্বপ্নের নায়ক তিনি। শোনা গেছে ‘বাহুবলী-২’ মুক্তির পর এ পর্যন্ত নাকি ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাসের কাছে এক সাংবাদিক তার বিয়ের ব্যাপারে জানতে চান। প্রশ্ন করা হয়, আপনার মা তো বোধহয় আপনার জন্য মেয়ে খুঁজছেন? বিয়েটা হচ্ছে কবে? উত্তরে শুধুই হেসেছিলেন প্রভাস। কোনো জবাব মেলেনি।
তবে শুধু প্রভাসের মা-ই নন, তার জন্য মেয়ে খুঁজছেন বন্ধু রানা দগ্গুবাতিও। ২০১৬ সালে প্রভাসের জন্য মজা করে টুইটারে পাত্রী চাই-এর বিজ্ঞাপন দিয়েছিলেন রানা। আর সেই বিজ্ঞাপন প্রভাসের বিয়ের আলোচনার মধ্যে ফের নতুন করে ভাইরাল হয়েছে।
রানা দগ্গুবাতির দেয়া প্রভাসের জন্য পাত্রী চাইয়ের বিজ্ঞাপন অনুযায়ী, ৩৬ বছরের ৬.২ ফুট লম্বা যুদ্ধবীর বাহুবলীর জন্য যোগ্য পাত্রী হিসেবে- পাত্রীকে দেখতে শুনতে ভালো হতে হবে; প্রাথমিকভাবে যুদ্ধে পটু হতে হবে, যুদ্ধের সমস্ত মারপ্যাঁচ জানতে হবে; জঙ্গল, পাহাড়, তুষারঝড় সবকিছুর মোকাবিলা করতে জানতে হবে; গৃহ কর্মে নিপুণ হতে হবে; নিজে নিজেই কনে সাজতে জানতে হবে; বর্তমানে রাজবন্দি শ্বাশুড়ি মা দেবসেনার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।