বলিউডের দুই তারকা অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফকে এক করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক করণ জোহর। করণ জোহরের নতুন সিনেমায় সাবেক এ জুটি এবার একত্র হবেন।
জানা গেছে, রণবীরের সঙ্গে করণ তার পরবর্তী সিনেমার কাজ শেষ করে সালমান ও ক্যাটরিনাকে মূল ভূমিকায় নিয়ে একটি সিনেমা তৈরি করতে চান। কারণ তিনি মনে করেন তাদের রসায়নটি চমৎকার।
তবে ক্যাটরিনাকে নিয়ে নির্মিতব্য এ সিনেমায় পরিচালকের প্রথম পছন্দ হিসেবে শোনা গিয়েছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নাম। কিন্তু কিছুদিন আগে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার ব্যাপারে নানা বিতর্ক ও জটিলতার সৃষ্টি হলে পরিকল্পনাটি বাদ দেন এ নির্মাতা।
সালমানের কথা ভেবে করণ সিনেমাটির চিত্রনাট্যে পরিবর্তন ঘটাতে যাচ্ছেন বলেও জানা গেছে।
সালমান ও ক্যাটরিনাকে শেষবার ২০১২ সালে দেখা গেল কবির খানের ‘এক থা টাইগার’ সিনেমায়। তবে এরই মধ্যে আলী আব্বাস জাফরের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ দুই তারকা। বর্তমানে এ সিনেমার কাজেই ব্যস্ত রয়েছেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/ ৩০ মে, ২০১৭/ ই জাহান