লাগাতার বর্ষণে নাজেহাল ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। রেললাইন থেকে ব্যস্ত রাস্তা সর্বত্র জলে থৈ থৈ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, এই অবিরাম বৃষ্টির রোষ থেকে রেহাই পাননি কেউই। ঠিক যেমনটা হল অভিনেত্রী লারা দত্ত এবং তাঁর স্বামী মহেশ ভূপতির সঙ্গে।
লারার বাড়ির মূল দরজার ফাঁক দিয়ে ঢুকতে থাকে বৃষ্টির জল। আর সেই জল আটকাতে লারাকে শরণাপন্ন হতে হয় কয়েকটি তোয়ালের। তোয়ালেগুলি লারার স্বামী মহেশের। মহেশের তোয়ালেগুলি একের পর এক সার দিয়ে দরজার ফাঁকে আটকে দেন লারা। আর তারপর তড়িঘড়ি একটা ছবি তুলেই টুইটারে পোস্ট করেন অভিনেত্রী।
টুইটারে লারা লেখেন, ‘উম্বলডন, ইউ এস ওপেন, অষ্ট্রেলিয়া ওপেন এবং ফরাসি ওপেনের তোয়ালেগুলো ভাল কাজে আসছে।’ আর ট্যাগ করে দেন মহেশ ভূপতিকে। ‘মুম্বাই রেইন’ হ্যাশ ট্যাগও করেন লারা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।
আর এরই জেরে বেজায় চটে যান মহেশ ভূপতি। দু’বার অষ্ট্রেলিয়ান ওপেন, চার বার ফরাসি ওপেন, তিন বার করে উইম্বলডন এবং ইউ এস ওপেন জয়ী ভূপতি খুব একটা ঠাট্টার চোখে বিষয়টি নেননি। বরং রেগেই গেলেন স্ত্রীয়ের এহেন কার্যকলাপ দেখে। মহেশ টুইটারে লেখেন ‘তুমি কী আমার সঙ্গে মস্করা করছ? বহু দিনের কষ্টের ফসল ওই তোয়ালেগুলি।’
বিডি প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান