অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আলোচিত ও ব্যবসাসফল 'আয়নাবাজি' ছবিটি এবার দেখানো হবে টেলিভিশনে। ঈদের আগের দিন রাত ৮টা ৪০ মিনিটে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে ছবিটি।
গত বছরের ৩০ সেপ্টেম্বরে মুক্তি পাওয়া 'আয়নাবাজি'র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, মাসুমা রহমান নাবিলা, লুৎফুর রহমান জর্জ প্রমুখ। কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।
'আয়নাবাজি' ছবিটি ২০১৬ সালের ১৭ মে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়। যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্মের ক্যাটাগরিতে পুরস্কার জিতে ছবিটি।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা