নজরুল সঙ্গীতের কিংবদন্তী ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের নিয়ে 'গল্প শুধু গল্প নয়' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঈদ উপলক্ষ্যে নির্মিত এ অনুষ্ঠানে ফিরোজা বেগমের সন্তান, ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন।
ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে ও সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস জানান, অনুষ্ঠানে গানের সাথে ফিরোজা বেগমের উত্তরাধিকাররা কীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন সেই গল্প উঠে এসেছে। অনুষ্ঠানে শাফিন আহমেদ, হামিন ভাই, রুবাবা দৌলা- আমরা কাজিনরা গান নিয়ে কথা বলেছি। গান করেছি।
'গল্প শুধু গল্প নয়' অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। ঈদের ষষ্ঠ ও সপ্তম দিন রাত ৯ টায় এনটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা