জনপ্রিয় সব তারকাদের নিয়ে 'সিডি চয়েস মিউজিক' ঈদ আয়োজন করেছে বেশকিছু মিউজিক ভিডিও অডিও এবং শর্ট ফিল্ম। জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাসিরের দুটি মিউজিক ভিডিও “সখি ভালোবাসা কারে কয়” ও কথা এমদাদ সুমন সুর এফ প্রীতম সঙ্গীত ওয়াহিদ শাহিন “ধীরে ধীরে” গানের কথা ও সুর তরুণ মুন্সী সঙ্গীত রাজীব হোসেন।
তারকা শিল্পী শফিক তুহিন এর “জাদু” কথা ও সুর এস আই শহীদ সঙ্গীত রেজওয়ান। এফ এ সুমনের “ও পাষাণী কথা এমদাদ সুমন সঙ্গীত সজিব। ও প্রিয়ারে কথা ও সুর এফ প্রীতম সঙ্গীত সজিব। ইলিয়াস হোসেনের একক এলবাম “দিলে যে মানে না” এই এলবামে মোট গান রয়েছে তিনটি “দিলে যে মানে না” “অভিমানী” “ভালোবাসার টান” তিনটি গানের কথা এমদাদ সুমন, সুর সঙ্গীত রাহুল।
বেলাল খান ও শিল্পী বিশ্বাসের “এক পশলা বিষ্টি” কথা এমদাদ সুমন সুর সঙ্গীত রাজীব হোসেন। শাহরীয়ার রাফাতের “প্রিয়া” কথা এনআই বুলবুল সুর সঙ্গীত শাহরীয়ার রাফাত। গামছা পলাশের “মন ঘুড়ি” কথা স্বাধীন আসাদ সুর গামছা পলাশ সঙ্গীত রিমো বিপ্লব। মশিউর বাপ্পির “মন বিবাগী” কথা এমদাদ সুমন সুর ও সঙ্গীত মশিউর বাপ্পি। শহীদ ও কনিকার “কি করে বোঝাই” কথা এমদাদ সুমন সুর সঙ্গীত অনিম খান।
জনপ্রিয় কন্ঠশিল্পী জুঁয়ের মিউজিক ভিডিও “দাগা”কথা এমদাদ সুমন সুর সঙ্গীত রাহুল। তরুন প্রতিভাবান কন্ঠশিল্পী মেহেদীর মিউজিক ভিডিও “তোকে বাসতে ভালো কথা মোরাদ সিদ্দিকী সুর রিমন সঙ্গীত অলক বৈনিক। তরুণ প্রতিভাবান কন্ঠশিল্পী মাসুমের মিউজিক ভিডিও “আমার মন” কথা ও সুর মাসুম সঙ্গীত রাজীব হোসেন।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনিক শাহান ও সাবার মিউজিক ভিডিও “সোনারও পাখি” কথা সুর সঙ্গীত অনিক শাহান। সাজেদুর শাহেদের সুর ও সঙ্গীতে “তুমি আমার” কথা এইচ এম রিপন শিল্পী ফারাবী ও আরিফ। রাজীব হোসেনের সুর ও সঙ্গীতে “দেয়ালে দেয়ালে” কথা এমদাদ সুমন কন্ঠ শিল্পীবিশ্বাস।
এছাড়াও বেশকিছু শর্ট ফিল্ম "স্টুপিড" পরিচানায় সৈকত আহমেদ, অভিনয়ে শুপ্ত ও আনমন। “বিট্রে” অভিনয়ে ছিলেন সোহান খান, লিয়ানা লিয়া, সুমন, পরিচালনায় ছিলেন এস এম জাবেদ মিঠু “লাল চা” অভিনয়ে সিফাত খান, রানা, সুমিত, সোভন, পিনকি, শাকিল, হেলাল, দিহান, ইবরাহীম, পরিচালনায় সিফাত খান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন