‘সিংহাম’-এর পরবর্তী ছবিতে অজয় দেবগণ থাকছেন না। তার জায়গায় দেখা যাবে সানি দেওলকে। বলিউডে আপাতত এটাই অন্যতম গুঞ্জন। অজয় দেবগনকে সাইড কাটিয়ে বলিউডের নতুন ‘সিংহাম’ হচ্ছেন সানি দেওল।
বলিউড হাঙ্গামা’র রিপোর্ট অনুযায়ী, সানি দেওলের ‘সিংহাম থ্রি’ পরিচালনা করবেন বলিউডের নতুন পরিচালক কে রবিচন্দ্রন। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, সানি নাকি নির্মাতাদের সম্মতি দেওয়ার আগে অজয়ের অনুমতিও নিয়েছিলেন। তবে ছবির নাম হয়তো ‘সিংহাম’ রাখা হবে না। তামিল ছবি ‘এসআইথ্রি’র অনুকরণে এই নামই রাখা হতে পারে। তবে বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে কিছু জানা যায়নি।
আপাতত মুক্তির অপেক্ষায় সানি দেওলের নতুন ছবি ‘পোস্টার বয়েজ’। তবে ‘সিংহাম’ নিয়েও নাকি খুবই উৎসাহী এই অভিনেতা।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর