ডিভোর্স না করেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। কিন্তু তাতে একটুও রেগে যাননি আফতাবের স্ত্রী নিন দুসাঞ্জ। আসলে আফতাবের এই দ্বিতীয় বিয়ের খবরে একটি মোক্ষম টুইস্ট রয়েছে।
২০১৪ সালের ৫ জুন নিনের সঙ্গে আদালতে গিয়ে সই-সাবুদ করে বিয়ে সেরে ফেলেন আফতাব। সে সময় সামাজিক ভাবে তাঁদের বিয়ে হয়নি। সে কারণেই ফের বিয়ের পিঁড়িতে আফতাব। ধর্মীয় মতে অনুষ্ঠান করে ফের বিয়ে করলেন স্ত্রী নিনেকেই। শ্রীলঙ্কায় তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ অভিনেতা।
ইনস্টাগ্রামে আফতাব লিখেছেন, ‘তোমার প্রতি ভালবাসা প্রকাশের কোনও ভাষা নেই আমার। তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য আমি ঈশ্বরকে প্রতি দিন ধন্যবাদ জানাই।’
শ্রীলঙ্কায় তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। হাতির পিঠে চড়ে বিয়ের আসরে হাজির হন আফতাব। পাল্কিতে করে আসেন নিনে। ডিজাইনার যোশিতার লেহেঙ্গায় সেজেছিলেন নিনে। আফতাবের পরনে ছিল ট্রয় কোস্টার ডিজাইন করা শেরওয়ানি।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর