গত কয়েকদিনে ঝড়-বৃষ্টির কবলে পড়ে বিধ্বস্ত ভারতের মুম্বাই শহর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, দেখা নেই ব্যবসার। আর এই পরিস্থিতি নিয়ে মস্করা করে বিপাকে পড়েছেন অমতাভ বচ্চন।
সোশ্যাল দুনিয়ায় আজকাল সব বলিউড তারকারাই কম-বেশি অ্যাকটিভ। তবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন খানিকটা বেশি। যে কোনও বিষয় নিয়েই কার্যত সবার আগেই নিজের মতামত ব্যক্ত করেন বিগ বি। স্বভাববশতই বন্যা বিধ্বস্ত মুম্বাইয়ের পরিস্থিতি নিয়েও টুইট করেছিলেন তিনি।
কিন্তু এবার সেই টুইটের জেরেই কথা শুনতে হল অমিতাভকে। বুধবার পর পর বেশ কয়েকটি টুইট করেছিলেন অমিতাভ। প্রতিটি টুইটের সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজের বিভিন্ন এক্সপ্রেশনের ছবি। একটি টুইটে তাঁর বক্তব্য, ‘‘মুম্বাইয়ের রিয়েল এস্টেটের দাম এই মুহূর্তে সবচেয়ে বেশি। সব বিল্ডিংই এখন সি ফেসিং।’’ এই লেখার সঙ্গে ছিল কয়েকটি ‘স্মাইলি’ও।
শুধু এই নয়, মুম্বাইয়ের বন্যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হারিকেন হার্ভেরও তুলনা টেনে ফেলেন বিগ বি। এই টুইট দেখার পরই টুইটারেত্তিতে সমালোচনা শুরু হয় অমিতাভের। নেটিজেনরা যে বিগ বি’র এ ধরনের মন্তব্যকে ভাল চোখে দেখছেন না, তেমন রিটুইট হতে শুরু করে। কেউ কেউ তো অমিতাভের মন্তব্যকে অত্যন্ত অসংবেদনশীল বলেও তুলোধনা করেছেন।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর