জনপ্রিয় সায়েন্স ফিকশন টিভি সিরিজ ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’-এর অন্যতম অভিনেতা রিচার্ড অ্যান্ডারসন আর নেই। ৯১ বছর বয়সী রিচার্ড বৃহস্পতিবার তার বেভারলি হিলসের বাড়িতে মারা যান।
রিচার্ড অ্যান্ডারসনের মুখপাত্র জনাথন টেলর-এর তথ্যমতে, নিউ জার্সিতে জন্মগ্রহণকারী রিচার্ড ১৯৭৪ সালে বিখ্যাত সিক্স মিলিয়ন ডলার ম্যান টিভি সিরিজ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌছান।
ওই টিভি সিরিজ পরবর্তীতে দ্য বায়োনিক উইমেন, দ্য রিটার্ন অব দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড দ্য বায়োনিক উইম্যান, বায়োনিক শোডাউন ও দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড বায়োনিক এভার আফটার নামে নির্মিত হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন