এনটিভি'র দিন শুরুর নিয়মিত আয়োজন 'আজ সকালের গানে' আজ সোমবার (৬ নভেম্বর) সকালে গাইবেন শ্রোতাপ্রিয় শিল্পী সুস্মিতা আনিস। নজরুলের গান দিয়ে সাজানো আয়োজনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি গান নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ফুপু ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণও করবেন সুস্মিতা।
আজ সোমবার সকাল ৮ টা ১০ মিনিট থেকে ৮ টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে তিনি একক সঙ্গীত পরিবেশন করবেন। জোনায়েদ বিন জিয়া প্রযোজিত 'আজ সকালের গানে' অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা।
দেশের খ্যাতনামা সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করা সুস্মিতা আনিস নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে। সুস্মিতা ফুপু ফিরোজা বেগমের কাছেই সঙ্গীতের তালিম নেন। তাঁর দীক্ষাতেই নজরুল সঙ্গীত ও আধুনিক গানে তিনি সমান পারদর্শী। ফুপা ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের গানও তার কণ্ঠে অনন্য।
সুস্মিতা আনিস জানান, 'আজ সকালের গানে' তিনি নজরুলের গান গাইবেন। তিনি বলেন, আশা করছি, দর্শকদের উপভোগ্য একটি সকাল উপহার দিতে পারবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার