ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ পর্ব চলার সময় সালমানের জীবনে এসেছিলেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুর। কিন্তু ‘টাইগার জিন্দা হ্যায়’র শুটিংয়ে ক্যাটরিনার সঙ্গে তার সখ্যতা দেখে সালমানকে বিরক্ত করতে চাননি লুলিয়া।চুপি চুপি বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন রোমানিয়ান সুন্দরী।
বাবা-মায়ের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়ে যখন মুম্বাইতে ফিরলেন, তখন অবাক হয়ে গেলেন লুলিয়া। ‘বান্ধবীকে’ উষ্ণ অভ্যর্থনা জানাতে সেখানে হাজির ছিলেন স্বয়ং সালমান। যা দেখে অবাক হয়ে যান রোমানিয়ান কন্যা। তাঁকে অভ্যর্থনা জানাতে সালমান যে নিজে বিমানবন্দরে হাজির থাকবেন, তা কল্পনাও করতে পারেননি লুলিয়া।
বিমানবন্দরে নামতেই, সালমানকে দেখে চমকে যান লুলিয়া। কিন্তু, সালমান তাঁকে নিয়ে সোজা তাঁর পানভেল ফার্ম হাউজের দিকে রওনা দেন। অর্থাৎ, প্রাক্তন বান্ধবীর সঙ্গে শুটিংয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, লুলিয়ার কথা কিন্তু বেশ মনে রেখেছেন সালমান।আর সেই কারণেই তো বিমানবন্দরে বান্ধবীকে চমকে দিতে হাজির ছিলেন বলিউডের ‘ভাইজান’।
অন্যদিকে সালমান ও ক্যাটরিনার আসন্ন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান