বিপিএল উপস্থাপিকা ও লাক্স তারকা আমব্রিন বিয়ে করেছেন।তার স্বামী কানাডা প্রবাসী।নাম তৌসিফ আহসান চৌধুরী।
তৌসিফের সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমব্রিন জানিয়েছেন,প্রায় ছয় মাস আগে তৌসিফের সঙ্গে বন্ধুদের মাধ্যমে প্রথম পরিচয় ঘটে তার।তারপর পারিবারিকভাবেই ৪ নভেম্বর তাদের বিয়ে হয়েছে।
বর্তমানে কানাডাতেই অবস্থান করছেন জানিয়ে আমব্রিন বলেন, 'আমি ৬ জুলাই কানাডা আসি।তখন থেকে আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়। যখন প্রেমে পড়ি তখন সবাইকেই জানিয়েছি।বিয়ের বিষয়টিও সবাইকে জানালাম।'
এছাড়া অনেকেই এবারের বিপিএল উপস্থাপনায় আমাকে না দেখতে পেয়ে দারুণ মিস করছেন বলে জানিয়েছেন।তাদের প্রতি আমার অনেক ভালোবাসা।মূলত নতুন বিয়ের জন্য এ সময়টা দেশে আসতে পারিনি।
আমব্রিন আরও বলেন, তৌসিফের মতো একটা ছেলে পেয়েছি। ও একেবারেই আমার মনের জগতের সেই রাজপুত্র। অনেক সৎ একটা মানুষ। লং ডিস্টেন্স রিলেশনশিপের কারণে মাঝে মাঝে দুঃখবোধ থাকত আমাদের। এখন সম্পর্কটাকে একেবারে পাকাপোক্ত করে নিলাম। আমরা দুজনেই অনেক হ্যাপি।সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আমব্রিন। এরপর বিপিএল এর উপস্থাপনা করে দারুন জনপ্রিয়তা পান তিনি।
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান