বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবার একফ্রেমে দেখা যাবে তাদের। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। গতকাল সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।
২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবির শ্যুটিং শুরু থেকেই ‘ভাইজান’-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে চোখের পলক ফেলতে পারবেন না।
'টাইগার জিন্দা হ্যায়' আলী আব্বাস জাফর পরিচালিত একটি ভারতীয় গুপ্তচর থ্রিলার চলচ্চিত্র। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রধান ভূমিকাতে অভিনয় করছেন পারেশ রাওয়াল, গিরিশ কর্ণদ, সুদীপ ও গবি চাহাল। এটি ২০১২ সালের ছবি এক থা টাইগার এবং টাইগার চলচ্চিত্র সিরিজের দ্বিতীয় অংশ। এটি ২২ ডিসেম্বর ২০১৭ সালে মুক্তি পাবে বিশ্ব জুড়ে।
সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেতা সুদীপ অভিনয় করছেন, যিনি পাকিস্তানের একজন আইএসআই এজেন্ট জহির নামে একজন প্রতিপক্ষের ভূমিকা পালন করার জন্য স্বাক্ষর করেছেন। এছাড়াও ক্যাটরিনা কাইফ ও সুদীপ চলচ্চিত্রটিতে একই সংগঠনের এজেন্ট হবে। এছাড়াও দক্ষিণ ভারতীয় অভিনেতা রাবি তেজা একটি অথিতি চরিত্রে প্রদর্শিত হবে চলচ্চিত্রটিতে।
‘টাইগার জিন্দা হ্যায়’ এর ট্রেলার-
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান