গত ৪ নভেম্বর থেকে বিপিএল জ্বরে ভুগছে ক্রিকেটপ্রেমীরা। আর এ উন্মাদনা শুরু হয়েছে সিলেটের মাঠ থেকে। প্রথমবারের মতো বিপিএলের খেলা হচ্ছে সেখানে। তাই সেখানকার দর্শকদের আনন্দের মাত্রা এবার একটু বেশি। নিজেদের ব্যাটিং কৌশল ও তাণ্ডবে ক্রিকেটাররা মাঠ কাঁপাচ্ছেন। আর গ্যালারি মাতাচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।
বলছি প্রথমবারের মতো বিপিএলে যোগ দেয়া এ লাস্যময়ীর কথা। গ্যালারি এবং মাঠে চোখে পড়ছে তার সরব উপস্থিতি। টিভিতে ক্রিকেটপ্রেমীদের সাথে গ্যালারিতে বসা দর্শকদের যোগসূত্র ঘটছে তার উপস্থাপনায়। ম্যাচ চলাকালে বিভিন্ন সময় দর্শকদের উচ্ছ্বাস ও প্রত্যাশা ফুটে উঠছে পিয়ার মাধ্যমে। শুধু দর্শক নয়, ম্যাচ নিয়ে টিম সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের হিসাব-নিকাশ এবং চাওয়া পাওয়া সবাই জানতে পারছে পিয়ার উপস্থাপনায়।
এদিকে, মাঠে ও গ্যালারিতে পিয়ার সাথে রাশিয়ান সুন্দরী অ্যালিনাকেও দেখা যাচ্ছে। বিপিএলের চলতি আসরে তিনিও অন্যতম উপস্থাপক হিসেবে কাজ করছেন। জানা গেছে, আর কয়েকটি ম্যাচে দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাবেন অ্যালিনা।
এছাড়া স্টুডিওতে বিপিএল উন্মাদনা ছড়াচ্ছেন সামিয়া আফরিন, মারিয়া নূর, তানিয়াসহ আরও কয়েকজন।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৭/ফারজানা