অনেক দিনের ভালোবাসা, সযত্নে আগলে মাথায় করে রেখেছিলেন। কিন্তু অবশেষে বিদায় জানাতেই হলো। 'পদ্মাবতী' জনসমক্ষে আসার আগেই আলাউদ্দিন খলজির মাথাভরা লম্বা চুলকে বিদায় জানালেন রণবীর সিং।
তবে ছেঁটে ফেলার আগে লম্বা চুল নিয়ে নানান সব ছবি ও ভিডিও তুলেছেন খলজি রূপী রণবীর। তবে লম্বা চুলকে ত্যাগ করলেও তা যে একেবারে ছেঁটে ফেলেছেন তেমনটা নয়। নতুন হেয়ারস্টাইলে নিজের চুলকে মাঝামাঝি রেখেছেন রণবীর।
তবে চুল কাটার সময় হেয়ার স্টাইলিশ যখন তাঁর ঘন লম্বা আদরের চুলে একেবারে নির্দয় হয়ে কাঁচি চালাচ্ছিলেন সেসকল ছবি ও ভিডিও সযত্নে তুলে রেখেছেন রণবীর। সেসব নিজেই আবার ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর