নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'সমস্যা যখন ইউরিক এসিড ও গেঁটে বাত'। শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
ইতোমধ্যে নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতি শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এই আয়োজন। বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে সরাসরি প্রশ্নোত্তর পর্ব রয়েছে এতে।
শরীরে রক্তের সঙ্গে ইউরিক এসিড নামে এক ধরনের উপাদান থাকে, যার মাত্রা বেড়ে গেলে বিভিন্ন অস্থি-সন্ধি বা জয়েন্টে প্রদাহ হয়, এই প্রদাহকে গাউট বা গেঁটেবাত বলা হয়। জন্মগতভাবে কারও শরীরে ইউরিক এসিডের উৎপাদন বেশি হলে এবং প্রস্রাবের সঙ্গে কম মাত্রায় নির্গত হলে; কিডনি ফেইল্যুর বা ত্রুটিযুক্ত রেচনের জন্য রক্তে ইউরিক এসিডের পরিমাণ বেড়ে গেলে; দীর্ঘ লিউকেমিয়ায় ভুগলে গাউট বা গেঁটেবাত হতে পারে।
স্বাস্থ্য সংলাপের এবারের পর্বে গেঁটে বাত প্রতিরোধে খাদ্যাভাস কেমন হবে, এর প্রতিকারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানটি তিনটি ভাগে সজ্জিত থাকে। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর, ২০১৭/ফারজানা