আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান ও পরীমণি অভিনীত ছবি 'অন্তর জ্বালা'। এরই ধারবাহিকতায় 'ছোট ছোট কিছু আশা' শিরোনামে ছবিটির 'টাইটেল সং' মুক্তি দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ইউটিউবে এটি মুক্তি পায়।
এর আগে, 'অন্তর জ্বালা'র টিজার প্রকাশ করা হয় ইউটিউবে। যা দেখে ভূয়াসী প্রশংসা করেছেন জায়েদ-পরীর ভক্তরা। দর্শকদের এমন ভালো লাগার সুবাদে হল মালিকদের নিকট থেকে ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি।
১৭৫টি হলে 'অন্তর জ্বালা'র মুক্তির কথা জানিয়েছেন পরিচালক মালেক আফসারী। হল সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
ছবিটি পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব