আগামী ৩০ জানুয়ারি বার্ষিক বনভোজনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন রাস্তায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ‘মেঘবাড়ি রিসোর্ট’- এ বসবে এবার রূপালি পর্দার তারকাদের মেলা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, এবারের বনভোজনে লাঠি খেলা, ফুটবল ম্যাচ ও আতশবাজিসহ চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে থাকছে বর্ণাঢ্য নানা আয়োজন। আর বনভোজনে যাতায়াতের সুবিধার জন্য এফডিসিতে সকাল বেলা গাড়ির ব্যবস্থা থাকবে। শিল্পীদের পাশাপাশি এই আয়োজনে চলচ্চিত্র পরিচালক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব