বলিউড টাউনের অন্যতম সফল দম্পতি ছিলেন হৃতিক রোশন ও সুজান খান। সুজানের সঙ্গে বিয়ে হলেও বহু নায়িকার সঙ্গে নাম জড়ায় হৃতিকের। ২০১০ সালের ‘কাইটস’ ছবির সময়ে একই সঙ্গে ছবির দুই অভিনেত্রী বারবারা মোরি এবং কঙ্গনা রানাউতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় হৃতিকের। অন্যদিকে স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্কের রসায়ন খারাপ হতে থাকে।
বলিউডের আর এক হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন রামপালের সঙ্গে সুজানেরও সেই সময়ে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে গুঞ্জন শুরু হয়েছিল। এরপরে ২০১৩ সালে এই দম্পতির পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন হৃতিক ও সুজান। এমনকি হৃতিকের বিরুদ্ধে যখন একের পরে এক অভিযোগ তুলেছেন কঙ্গনা রানাউত ও তারা বোন রঙ্গোলি, তখন সুজানই এসে সাবেক স্বামীর পাশে দাঁড়ান।
জানা গেছে, নিজেদের মধ্যে আবার সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন হৃতিক-সুজান। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটির কাছে এমনই জানিয়েছেন। সম্প্রতি হৃতিকের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন। এর পর থেকেই বলিউডে হৃতিক ও সুজানের পুনর্বিবাহ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
কিন্তু রোশন পরিবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। তার কথায়, দু’জন আর একসঙ্গে কোনও দিনই থাকবেন না। তারা শুধুই সন্তানদের জন্য মাঝে মধ্যে একত্রে সময় কাটান। এখন দু’জনেরই সম্পূর্ণ আলাদা জীবন রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর