যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নতুন নীতিমালা প্রকাশের পর এবার প্রিভিউ কমিটিও গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে করা এই কমিটির মোট সদস্য ৮ জন। সভাপতি হিসেবে আছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
কমিটিতে সদস্য হিসেবে কমিটিতে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম, প্রযোজক ও পরিবেশক সমিতির সহকারী প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সদস্য সচিব আছেন বিএফডিসির পরিচালক (উৎপাদন) বিভাগের স্বপন কুমার ঘোষ।
কমিটির সভাপতি আমির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এরইমধ্যে একটি ছবি জমা পড়েছে। আগামী সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শুরু হবে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ফারজানা