সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত আলিয়া ভাট। মাঝে মাঝেই জীবনে কী চলছে, তার ঝলক শেয়ার করেন এই অভিনেত্রী। এতদিন বন্ধুবান্ধব, শুটিং দৃশ্য কিংবা প্রিয় বিড়ালের ছবি পোস্ট করে নজর কেড়েছেন নায়িকা। আর এবার ছবি শেয়ারের সঙ্গে নতুন একটা আবিষ্কারই করে ফেলেছেন অভিনেত্রী।
শনিবার ইনস্টাগ্রাম পেজে নিজের দিদার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবির ক্যাপশনেই লিখেছেন, ‘গ্র্যান্ডমা ডে’। নিজের দাদা-দাদী, নানা-নানীর জন্যও যে বিশেষ করে একটি দিন উদযাপন করা যায়, সেই ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী। যদিও সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া।
নিজের দাদীর সঙ্গে বসে পুরনো অ্যালবাম ঘাঁটছেন আলিয়া। দিদার সঙ্গে স্মৃতি রোমন্থনের মুহূর্ত যে জমে উঠেছিল, ছবিতে তা স্পষ্ট। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নজর কেড়েছে নেটিজেনদের। পোস্ট হওয়ার আধ ঘণ্টার মধ্যে লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গেছে আলিয়ার ইনস্টা ওয়াল।
আসলে, দাদা-দাদীর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আলিয়ার। গত বছর জন্মদিনে ভায়োলিন ও হারমোনিকা বাজিয়ে আলিয়াকে ‘হ্যাপি বার্থডে’ জানিয়েছিলেন তারা। ভিডিওটি শেয়ার করেছিলেন আলিয়ার বড় পূজা ভাট। সেটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর