গত বছরের প্রথম দিকে হঠাৎ করেই তুমুল আলোচনার শীর্ষে উঠে আসেন বগুড়ার হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও দৃষ্টি কাড়েন তিনি। এরপর বড় পর্দায়ও নাম লেখান এই 'কমেডি হিরো'। আজ রেডিও ক্যাপিটাল এফএম-এর ক্যাপিটাল ব্রেকফাস্ট নামের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, হিরো আলমকে চেনে না ওয়ার্ল্ডে এমন কোন লোক নাই।
এসময় তিনি বলেন, নেগেটিভ থেকেই পজেটিভ হয়। এই যেমন এখন মানুষ আমাকে পজেটিভলি দেখছে।
অনুষ্ঠানে হিরো আলম কয়েকটি গানের কলি পরিবেশন করেন। এছাড়া তিনি জানান, খুব শিগগিরই 'হিরো আলম ১' ও 'হিরো আলম ২' নামে তার দুটি মিউজিক ভিডিও আসছে। এসব মিউজিক ভিডিওতে তার সাথে ৮ জন নায়িকা কাজ করবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানের শেষ দিকে সবাইকে বাংলাদেশি নাটক, গান ও সিনেমা দেখার অনুরোধ করেন তিনি।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/হিমেল