আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত ছবি 'পদ্মাবত'। অনেক আগেই উগ্রবাদী গোষ্ঠী ঘোষণা দিয়ে রেখেছে, ছবিটি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ জ্বালিয়ে দেয়া হবে। এবার ছবিটি নিষিদ্ধ করতে ভারতের রাজস্থান রাজ্যের ২০০ নারী তলোয়ার নিয়ে বিক্ষোভ করেছেন।
রাজস্থানের চিতোরগড় শহরে রবিবার 'আত্মসম্মান' শীর্ষক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয়া নারীরা 'ছবিটি বন্ধ করতে, না হয় তাদের নিজেদের জীবন শেষ করতে' অনুমতি চেয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।
রাণী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনী নিয়ে 'পদ্মাবত' ছবিটি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানশালি। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর। সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ফারজানা