মম-অপূর্ব বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। অনস্ক্রিনে এই জুটিকে অসংখ্যবার স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখেছে তাদের ভক্তরা। গত সোমবার নতুন করে ফের একবার অপূর্বের বউ সাজলেন মম।
এবারের নাটকের নাম ‘তোমার জন্য এক পৃথিবী’। রুম্মান রশীদ খানের লেখা, মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফ। এ নাটকে একই সঙ্গে স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মম।
এ নাটকে অপূর্ব একজন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী এবং মম তার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তি অপূর্ব নয়, মম অপূর্বর গানের ভক্ত। গান নিয়ে অপূর্বর সংগ্রামী পথ চলায় মম সবসময় তার পাশে দাঁড়ায়। তবে একটা সময় মমের কঠিন সময়ে অপূর্বর পাশে থাকা হয় না। প্রকৃতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
নির্মাতা জানিয়েছেন, খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর