দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগ বাজেটের সিনেমায় তিনি ডেবিউ করছেন বলেও জানিয়েছেন আরশি খান। এবার টুইট করেও জানিয়েছেন সেই কথা।
কিন্তু খবর অনুযায়ী, আরশি কে, সেটাই নাকি জানে না টিম প্রভাস। তাই ‘বাহুবলী টু’ অভিনেতার সঙ্গে আরশির স্ক্রিন শেয়ার তো দূরে থাক, এ বিষয়ে কোনও আভাস তাদের কাছে নেই বলেও টিম প্রভাস নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে।
বি টাউনের একাংশের কথায়, এই প্রথমবার নয়, যখন কোন বিষয় নিয়ে এমন মিথ্যা মন্তব্য করলেন আরশি। এর আগে পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সন্তানের মা হচ্ছেন বলেও দাবি করেন আরশি। শেষ পর্যন্ত যার কোনও ভিত্তি পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর