গতকাল হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। ভেন্যু ছিল গাজীপুরের মেঘবাড়ি রিসোর্ট। শিল্পী সমিতির নেতৃত্বে এর সদস্যদের নিয়ে হয় এই বনভোজন। এবার আনন্দমেলায় ছিলেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়কা ববিতা, চম্পাসহ আরও অনেক তারকা। নায়ক-নায়িকাদের পাশাপাশি ছিলেন চিত্রপরিচালক, প্রযোজক, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের মানুষ। প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করে ছিল নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খানের ফেসবুকে পেজে পিকনিকের নানা ছবি প্রকাশ করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব