দীপিকা পাড়ুকোন। হালের আলোচিত বলিউড অভিনেত্রী তিনি। তাকে অনুকরণ করেন অনেক নারীই। চাইলে অবশ্য নিজেকে দীপিকার মতো চেহেরায় আনতে পারবেন না, কিন্তু প্রিয় তারকার মতো করে সুন্দরী হওয়ার চেষ্টা করতে দোষ কিসের? চলুন এক নজরে দেখে নেওয়া যাক দীপিকার সাজ বৈচিত্র্য।
১. অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেট হোক বা ছবির স্ক্রিনিং, বেশিরভাগ ক্ষেত্রে কালো লাইনার-ই বেছে নেন দীপিকা।
২. মোটা আইব্রো-ই পছন্দ নায়িকার।
৩. অনেক মেয়ের ধারণা, ভেজা চুলে স্টাইল করলে বেমানান লাগে। তবে দীপিকার ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী, ভেজা চুলেও আপনাকে খুবই সুন্দর লাগতে পারে।
৪. গাঢ় রংয়ের লিপস্টিকই অভিনেত্রীর প্রথম পছন্দ।
৫. শাড়ির সঙ্গে খোলা চুল নয়, দীপিকার পছন্দ খোঁপা করা চুল।
৬. ছোট চুল নয়, লম্বা ঢেউ খেলানো চুলই দীপিকার স্টাইল।
৭. শুধু ‘স্মোকি আই’ নয়, দীপিকার ফ্যাশান ট্রেন্ডের তালিকায় রয়েছে সবুজ থেকে লাল, সব রংয়ের আইশ্যাডো। সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব