পরিচালক সৈকত নাসিরের তৃতীয় সিনেমা ‘পাষাণ’ সিনেমাটির তৃতীয় ঝলক প্রকাশ করা হয়েছে। ছবিটির দুইটি ঝলক প্রকাশিত হবার পর মঙ্গলবার প্রকাশ হয় এর তৃতীয় লুক। গত ১৫ জানুয়ারি প্রকাশিত প্রথম লুকে অস্ত্র হাতে মারমুখী ভঙ্গিতে হাজির হন চিত্রনায়ক ওম। তার পিছু পিছু সাংবাদিক বিদ্যা সিনহা মিম। আর দ্বিতীয় লুকে দেখা যায় শুধু নায়ক ওমের রুদ্র মুখাবয়ব।
এবার তৃতীয় লুকে পরিচালক তার সেরাটাই উপস্থাপন করেছেন বলে অনেকেই মনে করছেন। এখানে ওম ও মিমকে দেখা গেছে রোমান্টিক লুকে।
সিনেমাটির সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী, ইমন বেলাল খান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবিরসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে, সৈকত নাসির ‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ সিনেমা দুটি পরিচালনা করেন। এর মধ্যে ‘দেশা দ্য লিডার’ চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ছবিটি পরিবেশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম