আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অলি’র শেষ পর্ব। ৯-১০ বছরের এক অনাথ শিশু অলি’র জন্মের পর থেকে বেঁচে থাকার জীবন সংগ্রামের গল্প ‘অলি’।
নাটকটির কাহিনী রচনা করেছেন আহমেদ খান হীরক ও জুনায়েদ হোসেন, পরিচালনায় রাকেশ বসু এবং লাইন প্রডিউসার তানভীর সানি।
অভিনয়ে আছেন শান্ত (অলি), ডলি জোহর, এফ এস নাঈম, সানজিদা প্রীতি, আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, আলোক, রোমানা স্বর্ণা, নরেশ ভূঁইয়া, লুৎফর রহমান জর্জ, আদনান ফারুক হিল্লোল, মৌসুমী হামিদ,লাইলা হাসান, নোভা ফিরোজ, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, মাসুদ মহিউদ্দিন, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার অপু, শামীমা নাজনীন এবং কাজী উজ্জ্বল।
আজ দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান