বাংলাদেশের র্যাম্প জগৎকে যারা বিশ্ব মঞ্চে পরিষ্ফুটন করেছেন তাদের মধ্যে রুহি অন্যতম। পাশাপাশি ছোট পর্দা ও বড় পর্দায়ও কাজ করেছেন এ লাস্যময়ী। কিন্তু বিয়ের পর তাকে খুব একটা দেখা যায়নি মিডিয়াপাড়ায়। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে অনেকটা লন্ডনে থিতু হয়েছেন এ অভিনেত্রী। ইতিমধ্যে সন্তানের মা হয়েছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ততায় দিন কাটছে তার। সম্প্রতি ঢাকায় আসেন এ মডেল-অভিনেত্রী। বুধবার একটি বিশেষ ফটোশুটের জন্য দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন রুহি বলেন, বর্তমানে সংসার-সন্তান নিয়ে ব্যস্ত আছি। বাচ্চাটা এখনো অনেক ছোট। আপাতত সব ফোকাস এখন বাচ্চাকে ঘিরে। একটি বিশেষ প্রদর্শনীর জন্য এ ফটোশুট। এতে রানি রূপে আমাকে উপস্থাপন করা হয়েছে। ফটোশুটটা আমার কাছে খুব ভালো লেগেছে।
এর আগে গত বছরও ঢাকায় এসেছিলেন রুহি। সে সময় চিত্রনায়ক আমিন খানের বিপরীতে রুহি 'অনুভূতির ছোঁয়া' শিরোনামে একটি ঈদ নাটকে অভিনয় করেছিলেন।
রুহি অভিনীত মনসুর আলীর পরিচালনায় 'একাত্তরের সংগ্রাম' এবং অনিমেষ আইচ পরিচালিত 'জিরো ডিগ্রি' ছবি দুটি প্রশংসিত হয়েছে। মুক্তি পায়নি ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর'। ওপার বাংলার 'গ্ল্যামার' নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা