জাজ মাল্টিমিডিয়ার মুক্তি প্রতীক্ষিত ছবি 'পোড়ামন-২' ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ চিত্রনির্মাতা রায়হান রাফির। তার নতুন কাজের খবর হচ্ছে, তিনি তানজিব সারওয়ারের হিট গান 'মিথ্যা শিখাইলি'র পর দ্বিতীয়বারের মতো নির্মাণ করতে যাচ্ছেন মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওতেই প্রথমবারের মতো অভিনয়ের মধ্য দিয়ে মডেল হতে যাচ্ছেন ঢাকাই বাংলা চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে বিশেষায়িত অভিনেতা শিমুল খান।
তানভীর তারেকের সংগীত পরিচালনায় সিঙ্গাপুর মিউজিক স্কুল থেকে অডিও ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্রাজুয়েশন করে দেশে ফিরে আসা তরুণ কণ্ঠশিল্পী রুবেলের 'নষ্ট আমি' শিরোনামের মিউজিক ভিডিওটি বৃহস্পতি, শুক্র এবং শনিবার ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়নের মাধ্যমে শেষ হবে।
মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন চিত্রগ্রাহক খায়ের খন্দকার এবং আলোক প্রক্ষেপণের দায়িত্বে থাকছেন লাইট গ্যাফার ইব্রাহিম শাহরিয়ার আর সম্পাদনা, কালার গ্রেডিং ও আনুষাঙ্গিক পোস্ট প্রোডাকশন করবেন ছোট পর্দার মেধাবী নির্মাতা সিমিত রয় অন্তর।
মিউজিক ভিডিওর ব্যাপারে শিমুল খান বলেন, রায়হান রাফি অত্যন্ত মেধাবী ও তরুণ চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পী রুবেলও সিঙ্গাপুর থেকে মিউজিকে বিশেষ ডিগ্রি নিয়ে এসেছেন। আর সবচেয়ে বড় কথা গানটির মান এবং মিউজিকে ভিডিওটির পুরো পরিকল্পনা প্রধানত আমাকে ঘিরেই এবং এর গল্পটিও চমৎকার তাই রাফির মুখে সবকিছু শোনার সাথে সাথেই রাজি হয়েছি।
আশাকরি কাজটি কাঙ্ক্ষিত মানসম্পন্ন হবে এবং পর্যাপ্ত জনপ্রিয়তা পাবে, আমি ব্যক্তিগতভাবে এই কাজটি নিয়ে অনেক অনেক আশাবাদী।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত