প্রতিদিনই কমছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের টুইটারের ফলোয়ার সংখ্যা! কার কাছে হারছেন জানেন? বলিউড বাদশা শাহরুখ খানের কাছে! অমিতাভের ভক্তরা সবাই গিয়ে নাকি যোগ দিচ্ছে শাহরুখের টুইটার ফলোয়ারের তালিকায়। আর তাতেই রেগে আগুন বিগ বি।
সূত্রের খবর, সিনিয়র বচ্চন নাকি এতটাই রেগে গিয়েছেন, যে তিনি টুইটার ছেড়েও দিতে পারেন।
প্রসঙ্গত, অমিতাভ, কিং খানরা সকলেই টুইটারে যথেষ্ট একটিভ। তাই দু'জনের ফলোয়ার সংখ্যার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েই থাকে। কিন্তু শাহরুখের কাছে ভক্তরা চলে যাচ্ছে, সেই জন্য বিগ বি'র মতো একজন প্রবীণ অভিনেতার এমন প্রতিক্রিয়া শুনে বহু নেটিজেনই চমকে গেছেন। তবে পুরোটা অমিতাভ মজা হবে বলেই আপাতত মনে করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি, ২০১৮ অমিতাভের টুইটারে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়ে ছিল ৩২, ৯১৯, ১২৮-এ। সেখানে ওই একইদিনে শাহরুখের ভক্ত সংখ্যা ছিল ৩২, ৯৩২, ৬৬৮। কিন্তু আচমকাই অমিতাভের ফলোয়ার সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ৩২, ৯০০, ০৮৫তে, সেখানে শাহরুখের ভক্ত সংখ্যা এখন ৩২, ৯৩৫, ৭৭৪।
তাহলে কি সত্যিই টুইটার ছাড়ছেন অমিতাভ? যেহেতু অমিতাভের ফেসবুক এবং ইন্সটাগ্রাম দু'জায়গাতেই অ্যাকাউন্ট রয়েছে, তাই তার সোশ্যাল মিডিয়া এবং আমজনতার সাথে যোগাযোগে মোটেই ছেদ পড়বে না। আর এই পরিবর্তনের জেরে ভারতের প্রধানমন্ত্রী মোদির পর এখন দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টুইটার ফলোয়ারের সংখ্যায় উঠে এলেন বলিউড বাদশা, তৃতীয় স্থানে পিছলে গেলেন অমিতাভ।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত