সামাজিক মাধ্যমে বিয়ের আগে তো কত সেলফিই পোস্ট করেছেন। কিন্তু বিয়ের পর পোস্ট করা প্রথম সেলফি বলে কথা! বিয়ের পর সামাজিক মাধ্যমে প্রকাশ করা কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সেই সেলফি নিয়ে তাই এত হইচই। এতে সদ্য বিবাহিতা রূপেই ধরা দিয়েছেন নায়িকা।
কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকে গত ১১ মে বিয়ে করেন শুভশ্রী। হাতে মেহেদী রঙ এখনো মুছে যায়নি। পোস্ট করা ছবিতে শাড়ি, সিঁদুর, টিপ, গলায় হার- সবমিলিয়ে তিনি একেবারে নতুন বউ। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, মিসেস রাজ চক্রবর্তী।
নিজের পরিচয় নয়, এখন থেকে রাজ চক্রবর্তীর ‘মিসেস’ হিসেবেই হয়তো নিজের পরিচয় দিতে পছন্দ করছেন নায়িকা।
বিডি প্রতিদিন/১৭ মে, ২০১৮/ফারজানা