এ সময়ের কণ্ঠশিল্পীদের মধ্যে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এফ এ সুমন। আগামী শনিবার রাত ১১টায় এস এ টিভির সরাসরি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘গহীনের গান’ এ গাইবেন তিনি।
আরেকটি বিশেষ কারণে এই অনুষ্ঠানটি উল্লেখযোগ্য। কারণ দিনটি এফ এ সুমনের ৩৯ তম জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। বললেন, ‘বিশেষ কিছু প্ল্যান নেই। গানের মানুষ। জন্মদিনেও গান নিয়ে থাকতে পারছি সেটাই সবচেয়ে বড় আনন্দের।
বর্তমানে বাংলাদেশের ইউটিউবে সর্বোচ্চ দেখা একক গানের রের্কডের তকমাও এখন এফ এ সুমনের। ইউটিউবে তার ‘জানরে’ গানের একটি লিংকেই শ্রোতারা দেখেছে ২ কোটি ৭৮ লাখ। যা এখন পর্যন্ত বাংলাদেশে একক গান হিসেবে সর্বোচ্চ দেখা। এফ এ সুমনের উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে ভিতর কান্দে, জানরে তুই, যাদুরে যাদুরে, তোর লাগিরে, পরানের পরান, ঘুমপাড়ানী বন্ধু, পাগলী রে, দরদিয়া, বধুয়া, রঙ্গিলারে প্রভৃতি।
এফ এ সুমন বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে একাধিক ব্যানারে একাধিক সিঙ্গেল ট্র্যাক রিলিজ হবে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব