আমেরিকার সেলিব্রেটি শেফ, লেখক, টিভি ব্যক্তিত্ব অ্যান্থনি বোর্ডিয়ান শুক্রবার আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। ফ্রান্সের নিজ হোটেল রুমে বোর্ডিয়ানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাই তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন-এ তার 'পার্টস আননোন' শোটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল।
সিএনএনে তার সহকর্মী কারেন রেনোল্ডস বলেন, এমন খবরে আমরা বিস্মিত। এটা কীভাবে সম্ভব হতে পারে। গত সপ্তাহেও তার সঙ্গে কাজ করেছি। তখনো তিনি অনেক চনমনে ছিলেন। গত ৩ জুন প্রচারিত শো নিয়ে বিস্তারিত আলাপ করেছিলেন।
সেই এপিসোডটি পরিচালনা করেছিলেন অ্যান্থনি বোর্ডিয়ানের প্রেমিকা ইতালীয় অভিনেত্রী এশিয়া আর্জেন্টো। তিনি এক বিবৃতিতে জানান, 'তিনি যা করতেন নিজের সবটুকু উজাড় করে দিতে।তিনি ছিলেন মেধাবী এবং ভয়হীন এক সত্তা। বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। তার উদারতার কোনো সীমা ছিল না। তিনি ছিলেন আমার ভালোবাসা, রক্ষাকারী। আমি বিপর্যস্ত হয়ে পড়ছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা। তাদের এবং আমার গোপনীয়তার প্রতি সম্মান দেখাবেন-এই আমার অনুরোধ।' সূত্র: পিপল সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা