আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি 'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা'। ইতোমধ্যে ছবিটির টাইটেল গান প্রকাশ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হলো 'কেন আজকাল' শিরোনামের আরও একটি গান।
রবিবার ইউটিউবে গানটি মুক্তির পর এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার বার ভিউ হয়েছে। গানটি নিয়ে শাকিব-বুবলীর ভক্তরা বেশ আশার বাণী শোনাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, এটা হবে বছরের সেরা রোমান্টিক গান!
গত ২০ মে 'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা' ছবিটি কাটছাঁট ছাড়াই সেন্সরবোর্ড পাড়ি দেয় বলে জানান ছবিটির পরিচালক প্রযোজক সেলিম খান।
উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, বুবলী, কাজী হায়াৎ, ওমর সানী, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, রেবেকা প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৮/মাহবুব