সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুরকে নিয়ে সংবাদমাধ্যমের উন্মাদনার শেষ নেই। তেমনই সাংবাদিকদের নজর থাকে করণ জোহারের যমজ সন্তান যশ এবং রুহির দিকেও। আর এরই মধ্যে জানা গেল, আজ থেকে বছর ২০ বছর পরে সম্পর্ক তৈরি হতে পারে তৈমুর ও রুহির মধ্যে?
নিজের রেডিও শো-তে মজা করে সেই সম্ভাবনাই উস্কে দিলেন করণ। পরিচালক-প্রযোজক করণ বলেছেন, ‘আমাদের দেশের সমস্যা হল, যখনই কোনও দু’টি বাচ্চা ছেলেমেয়ে একসঙ্গে থাকে, তখন তাদের একে অপরকে ভাইবোন বলার জন্য জোর করা হয়। এমনটাও তো হতে পারে, তারা বড় হয়ে প্রেমে পড়বে। যখনই সাইফ, করিনা এবং তৈমুর আমার বাড়িতে আসে, যে পরিচারিকারা রুহির দেখাশোনা করে, তারা রুহিকে বলে তৈমুরকে ভাই বলে ডাকো। আমি এটার বিরোধী। ওরা তো বড় হয়ে একে অপরের প্রেমেও পড়তে পারে।’
উল্লেখ্য, কারিনার সঙ্গে পরপর দু’টি ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন করণ। রাজ মেহতার ‘গুড নিউজ’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে কারিনাকে। এছাড়া ‘তখ্ত’ নামে আর একটি ছবি বানানোর কাজ শুরু করেছেন করণ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর