তৈমুর আলি খান। সাইফ আলি খান ও কারিনা পুত্রের ছেলেটির বয়স হয়েছে দেড় বছরের কিছু বেশি। কিন্তু জন্ম থেকেই সে তারকা। তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কবে কোন পার্টিতে কেমন জামা পরছে, কোন বলিউড তারকা সন্তানদের সঙ্গে খেলা করছে, পাপারাৎজিদের নজর এড়ায় না কিছুই।
বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’ কাপুর পরিবারের বর্তমানে সব থেকে ছোট সদস্য তৈমুরের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও সম্পর্ক রয়েছে, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সংবাদমাধ্যম। তৈমুরের দাদি, অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বাবা ও মা, দু’জনেরই সম্পর্ক ছিল ঠাকুর পরিবারের সঙ্গে।
সম্প্রতি আরও এক বলি তারকা তথা বাঙালি অভিনেতার সঙ্গে ছোট্ট তৈমুরের সম্পর্ক সামনে এসেছে। তিনি মিঠুন চক্রবর্তী। সম্পর্কে তৈমুরের দাদা হন তিনি। একটু জটিল হলেও সম্পর্কটা হল এই রকম-
শাম্মি কাপুরের স্ত্রী ছিলেন গীতা বালি, যার আত্মিয় যোগীতা বালি বর্তমানে মিঠুন চক্রবর্তীর স্ত্রী। সেদিক থেকে দেখতে গেলে কারিনা কাপুরের ফুপু হন যোগীতা বালি। অর্থাৎ তৈমুরের দাদি। ফলে, মিঠুন চক্রবর্তী হলেন তৈমুরের বড়দাদা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর