বলিউড অভিনেতা হৃতিক রোশান ও দিশা পাটানিকে নিয়ে নানা ধরণের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। দিশার সঙ্গেও নাকি ভাব জমানোর চেষ্টা করেছিলেন হৃতিক। এ কারণে যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় এ অভিনেতার সঙ্গে অভিনয়ের কথা থাকলেও প্রজেক্টটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বাঘি-টু অভিনেত্রী।
তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়ে দিশা পাটানি জানিয়েছেন, তাকে ও হৃতিক রোশানকে ঘিরে এগুলো দায়িত্বহীন ও ছেলেমানুষী গল্প ছাড়া আর কিছুই নয়।
এ অভিনেত্রী বলেন, ‘আমি বলতে চাই এগুলো সম্পূর্ণ মিথ্যা। তার সঙ্গে আমার যে অল্প কিছু সময় কথা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি অসাধারণ হাসিখুশি ও সম্মানি ব্যক্তি। ব্যক্তিগতভাবে তার প্রতি সম্মান রয়েছে বলেই এই তুচ্ছ বিষয়ে কথা বলতে হচ্ছে। তার সঙ্গে কোনো প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর খবরেরও কোনো সত্যতা নেই।’
এদিকে তাকে ঘিরে এমন খবরে ভীষণ চটেছেন হৃতিক রোশান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে সেগুলোকে ‘আবর্জনা’ বলে উল্লেখ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান