নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডের হালের তুখোড় অভিনেতাদের একজন। তার পরবর্তী সিনেমা মান্টো। উর্দু লেখক সাদাত হোসেন মান্টোর জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন বাবু মশাই বন্দুকবাজ খ্যাত এ অভিনেতা। আর অভিনয়ের জন্য নামমাত্র ১ রুপি পারিশ্রমিক নিয়েছেন নওয়াজ।
সিনেমাটির পরিচালক নন্দিতা দাস জানান, ‘এটি এমন একটি চরিত্র যার জন্য একজন অভিনেতা সবকিছু বিসর্জন দিতে পারেন। কিন্তু ন্যূনতম ফি দাবি না করা নওয়াজের মহৎ হৃদয়ের পরিচয় দেয়।’
তবে ন্যূনতম পারিশ্রমিকে নওয়াজের কাজ এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত 'হারামখোর' সিনেমার জন্যও ১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেতা।
নওয়াজউদ্দিন ছাড়াও সিনেমাটিতে আরো কয়েকজন তারকা রয়েছেন, যারা অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন-ঋষি কাপুর, গুরুদাস মান, জাভেদ আখতার প্রমুখ। তবে সিনেমাটিতে অভিনয়ের জন্য কেউই পারিশ্রমিক নেননি। শুধু তাই নয়, ঋষি কাপুর ও গুরুদাস মান প্রথম আলোচনাতেই সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন নন্দিতা।
তিনি আরও বলেন, ‘বিশ্বাস করুন, জীবনে অর্থের চেয়ে অনেক কিছু বড় রয়েছে। এ ধরনের মজার প্রজেক্ট নিয়ে কাজের অভিজ্ঞতা ও আনন্দ সেই ক্ষতি পুষিয়ে দেয়। আমি নিজেও এ ধরনের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেছি এবং কখনই আর্থিক ক্ষতির কথা চিন্তা করিনি’ বলেন এই পরিচালক।
মান্টো সিনেমাটিতে আরো অভিনয় করছেন-রণবীর শোরে, দিব্য দত্ত, পূরব কোহলি, রাজশ্রী দেশপান্ডে, স্বনান্দ কিরকিরে প্রমুখ। আগামী ২১ সেপ্টম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান