ভারতের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত লতা মঙ্গেশকর নিজের গাওয়া হিন্দি গানের রিমিক্স ভার্সন নিয়ে বরাবরই ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি ফের বলিউডি গানের রিমিক্স স্টাইল নিয়ে ক্ষোভ জানালেন এই সুরসম্রাজ্ঞী। নিজের গাওয়া একটি কালজয়ী গানের রিমিক্স ভার্সন নিয়ে তিনি যে মোটেই খুশি নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।
লতার গাওয়া 'পাকিজা' ছবির 'চলতে চলতে' গানটি নতুন করে গেয়েছেন আতিফ আসলাম। 'মিত্র' নামের একটি নতুন বলিউডি ছবির জন্যই এই গান গেয়েছেন আতিফ। আতিফের গাওয়া ওই গান নিয়ে সরব হয়েছেন লতা। তিনি বলেছেন, তিনি শুনতে চান না ওই গান। পুরনো গানের এই রিমিক্স করার ট্রেন্ড তাঁর খারাপ লাগে। তিনি আরো বলেছেন, তিনি শুনেছেন গানের কথাও পরিবর্তন করা হয়েছে রিমিক্স ভার্সানে। কার অনুমতিতে এসব হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন সুরসম্রাজ্ঞী! সুরকার এবং গীতিকারদের সৃজনশীলতা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই বলে জানালেন প্রবাদপ্রতিম এই সংগীতশিল্পী।
বিডি প্রতিদিন/এ মজুমদার