দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’ বাংলাদেশে চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ওপার বাংলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি বিনিময় চুক্তির মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া এ দেশে মুক্তি দেবে বলে জানা গেছে। তবে ছবি মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলছে হল বুকিং।
‘নাকাব’ ছবিটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক রাজীব বিশ্বাস। এতে শাকিব খানের নায়িকা হিসেবে নুসরাত জাহান ও সায়ন্তিকাকে দেখা যাবে। এছাড়া আরো আছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল