রণবীর কাপুরের ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। কিন্তু অন্যদের মতোই সহজে ভক্তদের কাছে ধরা দেন না তিনি। কারণ ফেসবুক, টুইটার হোক বা ইনস্টাগ্রাম, কোনও সোশ্যাল মিডিয়াতেই নিজেকে রাখেননি রণবীর।
তবে নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও অন্য একজনের সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল রণবীর। তিনি হলেন বলিউডের প্রথম সারির পরিচালক করণ জোহর। সম্প্রতি আনাইতা শ্রফের চ্যাট শো ‘ফিট আপ উইথ দ্য স্টারস’-এর মঞ্চে এক প্রশ্নের জবাবে করণ এই ‘সিক্রেট’ ফাঁস করেন।
করণ বলেন, ‘‘আমার জীবন সম্পর্কে আমার থেকে বেশি রণবীর খবর রাখে। রণবীর আমার ফোনের পাসকোড জানে। এমনকি, নিয়মিত আমার হোয়াটসঅ্যাপ ও ইমেল চেক করে।’’
রণবীর প্রসঙ্গের সঙ্গে ক্যাটরিনার ব্যাপারে আনাইতা প্রশ্ন করেন, ক্যাটরিনার মানানসই বলিউডে কে রয়েছেন। উত্তরে করণ বলেন, ‘‘আমি ক্যাটরিনাকে সত্যি ভালবাসি। ক্যাটরিনার জন্য যথেষ্ট কেউ আমার ধারে কাছে নেই।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর