করণ জোহর ও শাহরুখ খানের মধ্যে দহরম-মহরম নিয়ে বলিউডে আলোচনা-সমালোচনা কম নয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’—শাহরুখ খানের সঙ্গে বেশ কয়েকটি সুপারহিট সিনেমা করেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখকে নিজের প্রিয় অভিনেতাদের একজন বলেছেন করণ জোহর। কিন্তু তাঁর প্রিয় সর্বকালের সেরা অভিনেতার নাম জিজ্ঞাসা করা হলে নিলেন রণবীর কাপুরের নাম!
সম্প্রতি ‘ম্যান’স ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যায় প্রচ্ছদ হয়েছেন এই পরিচালক। দিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার। সেখানেই একটা প্রশ্ন প্রিয় অভিনেতা নিয়ে। জবাবে করণ বলেন, ‘আমার চোখে সর্বকালের সেরা অভিনেতা রণবীর, কারণ সে জাস্ট অসাধারণ।’ ২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ প্রথমবার রণবীরকে নিয়ে কাজ করেন করণ।
তবে করণের প্রযোজিত ছবিতে আগেও কাজ করেছেন অভিনেতা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ওয়েকআপ সিড’ যার মধ্যে অন্যতম। মুক্তির অপেক্ষায় থাকা রণবিরের পরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রযোজকও করণ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান